অপদার্থতা
- সুদীপ হালদার ২৯-০৪-২০২৪

অপদার্থতা সুদীপ... তারা খসা আলোতে সংগ্রহ করেছি কালো বিষ। ধংস করার স্বাধ জেগেছে সম্পর্কের বীজ। সম্পর্কের উপর ফেলছি টুকরো টুকরো বিষের প্রলেপ। অক্সিজেনতো শুধু হৃদপিণ্ডের পিন্ডির জন্যই। ধংসের বিষ তো সংগ্রহ করেছি অগণিত। ধংস হওয়া সম্পর্কের চিতাও সাজিয়েছি সযত্নে। ধমনীর ভেতর দিয়েও বইছে দাবানলের বিষ। পুড়ে বিষ হয়েই থাকতে চাইছি প্রিয়জনের কাছে। কালো হৃদপিন্ডের পড়েছে বিকেলের রোদ। চোখের আলো তখন শুধুই ধূসর আরো ধূসর। তখনো বিষের দায় এরাই নিজের অপদার্থতার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।